গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক বাজার এলাকায় একটি আবাসিক ভবন ভাড়া দিয়ে দীর্ঘদিন যাবত বীমা কোম্পানির আড়ালে ভুয়া চাকরি প্রদানকারী প্রতিষ্ঠান গড়ে তুলে চাকরি প্রত্যাশীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়ে প্রতারণা করে আসছিল একটি সংঘবদ্ধ চক্র।পরে অভিযান চালিয়ে দুই প্রকারকে গ্রেপ্তার করেছে পুলিশ
গ্রেপ্তারকৃতরা হলেন, গাজীপুরের কাপাশিয়া রাউতকোনা এলাকার আবু তাহেরের ছেলে জুয়েল মিয়া((৩১),একই জেলার বাগেরহাট এলাকার মাহবুব হক খানের ছেলে তছলিম আহমেদ খান তুষার।
প্রতারণার অভিযোগ পেয়ে এনটিভি কালিয়াকৈর অনলাইন প্রতিনিধি ঘটনা সত্যতা যাচাই করে রোববার (২০ এপ্রিল) বীমা কোম্পানির আড়ালে চাকরির নামে প্রতারণা শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে।প্রতিবেদনটি প্রকাশের পর নড়েচড়ে বসে কালিয়াকৈর থানা ও মৌচাক পুলিশ ফাড়ির সদস্যরা।
পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে মৌচাক পুলিশ সদস্যরা ভুক্তভোগী তুষার আহমেদের অভিযোগটি আমলে নিয়ে তদন্ত শুরু করে। এরই মাঝে চাকরির নামে প্রতারণাকারী অভিযুক্তরা তাদের অফিসে তালা ঝুলিয়ে পালিয়ে যায়। পরে মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মৌচাক এলাকায় একটি রেস্টুরেন্ট থেকে অভিযুক্ত জুয়েল ও তুষারকে গ্রেপ্তার করে মৌচাক পুলিশ ফাঁড়ি সদস্যরা।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ মাহমুদ জানান, এনটিভিতে প্রতারনার সংবাদটি প্রচারের পর ভুক্তভোগী তুষার আহমেদের মামলা দায়ের করায় অভিযান চালিয়ে ২ প্রতারক কে গ্রেফতার করা হয়েছে এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।