গাজীপুর কালিয়াকৈর উপজেলার মৌচাকে বাংলাদেশ হেফাজতে ইসলামের আহবানে মৌচাক ইউনিয়ন উলামা পরিষদের উদ্যোগে, নারী সংস্কার কমিশন কর্তৃক প্রস্তাবিত কোরআন সুন্নাহ বিরোধী বিতর্কিত নারী নীতি বাতিল ও ভারতে মুসলমানদের উপর নির্যাতন এর প্রতিবাদে -২৫ এপ্রিল শুক্রবার জুমার নামাজের পর ,এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় মৌচাকে বাসস্ট্যান্ডে এ সময় বিভিন্ন মসজিদ থেকে আলেম ওলামা সহ সর্বস্তরের মুসল্লিরা খন্ড খন্ড মিছিল নিয়ে প্রতিবাদ সমাবেশে আসেন , প্রতিবাদ সমাবেশে মুফতি আব্বাস মাদারী পুরী পীর সাহেবের সভাপতিত্বে বক্তব্য রাখেন মুফতী মিজানুর রহমান মাহমুদী, আলহাজ্ব হাফেজ মাওলানা আবু ইউসুফ খান, মুফতী হুমায়ুন কবির , মুফতী আতাহার বিন হাসান, মুফতী আকরাম হোসেন নাঈমী, মুফতী আব্দুল মজিদ সুলতানী, হাফেজ আব্দুলাহ সহ আরো অনেকে,এ সময় বক্তারা বলেন অবিলম্বে নারী সংস্কার কমিশন কর্তৃক প্রস্তাবিত কোরআন সুন্নাহ বিরোধী বিতর্কিত নারী নীতি বাতিল করতে হবে এবং পার্শ্ববর্তী দেশ ভারতে মুসলিমদের উপর যে নির্যাতন হচ্ছে সেই বিষয়ে সরকার কে পদক্ষেপ নিতে হবে, উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে টি মুফতি আব্বাস মাদারিপুরী পীর সাহেবের মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়।