গাজীপুর প্রতিনিধি ডিসি পদায়নের নামে তিন কোটি টাকার ভুয়া চেক দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে বিতর্কিত করতে জালিয়াতি চক্রের অন্যতম মাফিয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন জনের ছবির সাথে অশ্লীল ভিডিও তৈরি করে ফেসবুকে অপপ্রচার ও প্রতারণার দায়ে দৈনিক প্রলয় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মির্জা সোবেদ আলী রাজাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
আজ (২০ এপ্রিল) ময়মনসিংহের জেলা পরিষদের সামনে থেকে গোয়েন্দা সংস্থার (ডিবি) তাকে আটক করে। আটককৃত মির্জা সোবেদ আলী রাজা’র বিরুদ্ধে মিরপুর মডেল থানাসহ সারাদেশে ডজনখানেক মামলা রয়েছে। তবে তাকে একটি পর্নোগ্রাফি আইনের মামলায় গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছন ময়মনসিংহের ডিবি পুলিশের ওসি মহিদুল ইসলাম।
জানা যায়, দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক খায়রুল আলম রফিক ও সাংবাদিক রেজাউল করিম রেজা এবং সাংবাদিক মনসুর আলম মুন্না’র ছবি দিয়ে অশ্লীল ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘদিন ধরে অপপ্রচার চালিয়ে যাচ্ছে এই চক্রের প্রধান মির্জা সোবেদ আলী রাজা,শহীদুল ইসলামসহ কয়েকজন প্রতারক। ভুয়া ফেসবুক আইডি খুলে সাংবাদিক ও প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টনক নড়েছড়ে বসে। এরপর থেকে সোবেদ আলী রাজাকে গ্রেফতার করতে হন্য হয়ে বসে।
কিন্তু এরই রেশ ধরে সোবেদ আলী রাজাসহ একাধিক ব্যক্তি মিলে দৈনিক প্রতিদিনের কাগজের ভারপ্রাপ্ত সম্পাদক খায়রুল আলম রফিক ও পত্রিকাটির শীর্ষ সাংবাদিক কক্সবাজারের স্টাফ রিপোর্টার মনসুর আলম মুন্না ও রেজাউল করিম রেজার বিরুদ্ধে বিভিন্নভাবে ছবি এডিট করে সামাজিক যোগাযোগমাধ্যমে নারী, মদ’সহ একাধিক অভিযোগ তুলে অপপ্রচার চালিয়ে আসছে। পাশাপাশি বিভিন্ন আইডি থেকে অপপ্রচার করে ক্ষান্ত না হয়ে দৈনিক প্রতিদিনের কাগজ কর্তৃপক্ষের বিরুদ্ধে অপ্রাসঙ্গিক কথা বলে বলে প্রতিষ্ঠানটির সম্মান ক্ষুন্ন করতে উঠেপড়ে লেগেছে। এসবের উপর ভিত্তি করে সাংবাদিক রেজাউল করিম রেজা বাদী হয়ে ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানায় একটি পর্নোগ্রাফি আইনের ধারায় মামলা দায়ের করেন ৷ মামলা নং-২৩, তারিখ- ০৮-০৪-২০২৫ ইং। এই মামলায় প্রতারক চক্রের অন্যতম মাফিয়া মির্জা সোবেদ আলী রাজাসহ ৬ জনকে আসামি করা হয়। এই মামলায় প্রতারক কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার ইসলামপুর গ্রামের মৃত আব্দুল হক মাস্টারের ছেলে সোবেদ আলী রাজা। বর্তমানে ময়মনসিংহ নগরী আর কে মিশন রোড এলাকায় বসবাস করেন। কোতোয়ালি মডেল থানার ওসি মোঃ শফিকুল ইসলাম খান জানান, পনোগ্রাফি আইনে মামলার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। উক্ত আসামী দীর্ঘদিন ধরে সাংবাদিক ও প্রশাসনকে নিয়ে ভুয়া আইডি খুলে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আগামীকাল আদালতে তোলা হবে।